চলমান ডেক্স: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ খবর আসনের সর্বত্র ছড়িয়ে পড়লে উচ্ছ্বসিত হয়ে ওঠে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বৈধ ঘোষণা করেন।
বিষয়টি জানার পর মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়ে সংসদ সদস্য প্রার্থী আনিসুল হক তাঁর ভেরিফাইড ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন- আলহামদুলিল্লাহ। প্রিয় সুনামগঞ্জ -১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের আমার অগণিত নেতা-কর্মী, শুভাকাঙ্ক্ষী, ভাই ও বন্ধুগণ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে জমাকৃত মনোনয়ন পত্র জেলা রিটার্নিং অফিসার কর্তৃক "বৈধ বলে ঘোষণা করা হয়েছে"।
তিনি লিখেছেন- ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সুনামগঞ্জ-২ আসনকে বিপুল ভোটে বিজয়ী করে সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, আপোষহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উৎসর্গ এবং স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অবশ্যম্ভাবী রাষ্ট্রনায়ক, দেশনায়ক তারেক রহমানকে উপহার দিবো ইনশাআল্লাহ।