এবারের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল করেছে ফারিহা রহমান জান্নাত।সিলেট ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
ফারিহা সুনামগঞ্জ সদরের গৌরারং ইউনিয়নের নিধিরচর গ্রামের এডভোকেট মোহাম্মদ আতিকুর রহমান ও লুৎফা বেগম এর ১ম সন্তান,বর্তমানে ফারিয়া’র ঠিকানা সিলেট নগরীর সুবিদবাজার।
ফারিহা পিএসসি পরীক্ষায়-ও অংশ নিয়ে গোল্ডেন A+ পেয়ে সাফল্য অর্জন করে।তার একমাত্র ছোট ভাই ফারহান রহমান স্বপ্নীল ৮ম শ্রেণিতে লেখাপড়া চলমান।ফারিহা কৃতি ছাত্রী হিসেবে ভবিষ্যতে বিসিএস করে সরকারি কর্মকর্তা হয়ে আর্ত মানবতার সেবা করতে চায় । সে সরকারি ও বেসরকারি ভাবে সময়ে সময়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে কৃতিত্বপূর্ণ ফলাফল করেছে।তার কৃতিত্বের জন্য সে মা-বাবা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
সে সকলের নিকট দোয়া প্রার্থী।