• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বেগম খালেদা জিয়ার রুহেত মাগফিরাত কামনায় দেশবাসির নিকট দোয়া চান ধানের শীষের প্রার্থী-আলহাজ্ব আনিসুল হক সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হক’র মনোনয়নপত্র বৈধ ঘোষণা: উচ্ছ্বসিত ভোটাররা শান্তিগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন নতুন বই শিক্ষার্থীদের লেখা পড়ায় প্রেরণা যোগাবে-সঞ্জীব সরকার সুনামগঞ্জে অবৈধ অস্ত্র এবং সন্ত্রাসী দের বিরুদ্ধে সেনাবাহিনীর কঠোর অবস্থান সুনামগঞ্জের শান্তিগঞ্জ থেকে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ গোবিন্দনগর মাদ্রাসা’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও.আব্দুল আজিজ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলীর শোক প্রকাশ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ৩৯ বোতল বিদেশী মদসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনে ৮ প্রার্থীর মনোনয়ন দাখিল
প্রকাশ : January 5, 2026

বেগম খালেদা জিয়ার রুহেত মাগফিরাত কামনায় দেশবাসির নিকট দোয়া চান ধানের শীষের প্রার্থী-আলহাজ্ব আনিসুল হক

চলমান ডেক্স: বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে ৩০ পারা কোরআন খতম ও দোয়া মাহফিল অনষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির আয়োজনে বাদাঘাট বাজারের জয়নাল আবেদীন অটোরাইস মিল মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সুমনের সভাপতিত্বে ও আক্তার হোসেনের সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদি কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং সুনামগঞ্জ-১(তাহিরপুর,জামালগঞ্জ,মধ্যনগর ও ধর্মপাশা) আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আনিসুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বাদল মিয়া,যুগ্ম আহবায়ক রাখাব উদ্দিন,যুগ্ম আহবায়ক আবুল হুদা,আহবায়ক কমিটির সদস্য ইমদাদুর হুদা,আমির শাহ,তাহিরপুর উপজেলা কৃষকদলের আহবায়ক লুৎফুর রহমান,সদস্য সচিব আবুল কালাম,তাহিরপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সায়েম,বাদাঘাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নজরুল ইসলাম,বড়দল ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম ও ছাত্রদল নেতা মাহবুব মল্লিকসহ তাহিরপুর উপজেলা বিএনপিসহ সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আনিসুল হক বলেছেন,বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মতো এক উজ্জল নক্ষত্রের বিদায় হলেও দেশের মানুষের জন্য গনতন্ত্র পূনরুদ্ধারসহ অবকাঠামো উন্নয়নের এই নক্ষত্রের আলো কখনো ১৮কোটি মানুষের অন্তর থেকে কখনো নিভে যাবে না। তিনি বলেন,মাতা বেগম খালেদা জিয়া আমাদের অভিভাবক ছিলেন,তার জীবদ্দশায় দেশ পরিচালনায় কর্মকান্ডগুলো জাতি চিরদিন মনে রাখবে। তিনি মরহুমা মাতা বেগম খালেদা জিয়ার ভূলক্রুটিগুলো ক্ষমা করে বেহেশতের মেহমান হিসেবে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীদিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে মা- হারানোর কষ্ট সহ্য করার মতো শক্তিদান,জিয়া পরিবারের ও বিএনপি পরিবারের সকলকে ধৈর্য্য ধরার ক্ষমতা প্রদানের জন্য সর্বশক্তিমান আল্লাহতালার নিকট দোয়া প্রার্থনা করেন এবং দেশবাসির কাছে দোয়া চান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন