চলমান ডেক্স: সবুজ বনায়ন গড়ার লক্ষ্যে বিশ্ব ঐতিহ্য রামসার সাইট সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক।
শনিবার দুপুরে (২৭ ডিসেম্বর) ওয়াচ টাওয়ার সংলগ্ন এলাকায় হিজল গাছ রোপণ করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন তিনি। এরআগে আগত অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন স্থানীয় পরিবেশবাদী সংগঠন ‘টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম’ এর সদস্যবৃন্দ। বৃক্ষ রোপণ শেষে দ্বিতীয় পর্বে হাওর থেকে অপসারণকৃত বর্জ্য জনসম্মুখে আগুনে ভষ্মিভুত কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মো. মেহেদী হাসান মানিক। এসম স্থানীয় পরিবেশবাদী সংগঠন ‘টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম আয়োজিত এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সংগঠনে সভাপতি সাংবাদিক রাজু আহমেদ রমজান ও সাধারণ সম্পাদক সাংবাদিক আহম্মদ কবির এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম এর উপদেষ্টা মো. জুনাব আলী, সুনামগঞ্জ জেলা জজ আদালতের এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর ও সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ কামাল হোসেন, সিলেট বন বিভাগ অধীন সুনামগঞ্জ রেঞ্জ অফিসার মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সমাজসেবক রায়হান উদ্দিন।
উল্লেখ্য, টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণ ও স্থানীয়দের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে হাওরপাড়ের একঝাঁক তরুণদের সম্মিলিত প্রচেষ্টায় গঠন করা হয় ‘টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম’। আনুষ্ঠানিক যাত্রা থেকে প্রশাসনের পাশাপাশি পর্যটকবাহী হাউসবোট মালিক, পর্যটক ও স্থানীয় জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি, হাওরের জীববৈচিত্র্য, পরিবেশ-প্রতিবেশ নিয়ে সোচ্চার রয়েছে পরিবেশবাদী এ সংগঠন।