• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বেগম খালেদা জিয়ার রুহেত মাগফিরাত কামনায় দেশবাসির নিকট দোয়া চান ধানের শীষের প্রার্থী-আলহাজ্ব আনিসুল হক সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হক’র মনোনয়নপত্র বৈধ ঘোষণা: উচ্ছ্বসিত ভোটাররা শান্তিগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন নতুন বই শিক্ষার্থীদের লেখা পড়ায় প্রেরণা যোগাবে-সঞ্জীব সরকার সুনামগঞ্জে অবৈধ অস্ত্র এবং সন্ত্রাসী দের বিরুদ্ধে সেনাবাহিনীর কঠোর অবস্থান সুনামগঞ্জের শান্তিগঞ্জ থেকে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ গোবিন্দনগর মাদ্রাসা’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও.আব্দুল আজিজ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলীর শোক প্রকাশ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ৩৯ বোতল বিদেশী মদসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনে ৮ প্রার্থীর মনোনয়ন দাখিল
প্রকাশ : December 31, 2025

সুনামগঞ্জে অবৈধ অস্ত্র এবং সন্ত্রাসী দের বিরুদ্ধে সেনাবাহিনীর কঠোর অবস্থান

চলমান ডেক্স: দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ জেলা হয়ে উঠেছিল সন্ত্রাসীদের অভয়অরণ্য। সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিশ্বস্ত জায়গা হিসেবে এই জেলা হয়ে উঠেছিল সন্ত্রাসীদের ঘাটি। বিভিন্ন এলাকায় নৈরাজ্য সৃষ্টিকারী এবং অস্ত্র মহড়া ছিলো নিত্যদিনের ঘটনা। বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক আধিপত্য কে কেন্দ্র করে অস্ত্রের উপস্থিতিতে এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের ছায়া বিরাজমান ছিলো।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বেসামরিক প্রশাসনকে সহায়তা করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী সুনামগঞ্জ জেলায় দুটি অপারেশনাল ক্যাম্প স্থাপন করেছে যা অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী দমন ও এলাকার শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার জন্য নিরলসভাবে কাজ করছে।

বাংলাদেশ সেনাবাহিনী এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এসব দুষ্কৃতীকারীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযান পরিচালনা করে অবৈধ দেশি-বিদেশি অস্ত্র সহ বিভিন্ন সন্ত্রাসীদের গ্রেফতার করেছে। এখন পর্যন্ত সেনাবাহিনী দুইটি ক্যাম্প থেকে সমন্বিতভাবে অভিযান পরিচালনা করে ০২ টি পিস্তলসহ ৪০ টির অধিক দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র এবং ৪০০ টির অধিক মরণঘাতি ধারালো অস্ত্র উদ্ধার করা করেছে। পাশাপাশি অপারেশন ডেভিল হান্ট এবং বিভিন্ন অপরাধের আওতায় পলাতক আসামিসহ মোট ২০০ এর অধিক গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আগে যেকোনো তুচ্ছ থেকে বড় ঘটনা হলেই অস্ত্রের তোপে সাধারণ জনগণ ভয়ে থাকতো। আধিপত্য বিস্তার থেকে চাঁদাবাজি এবং ভূমি দখল সহ নানান বিষয়ে বিবাদ সৃষ্টি হলেই অস্ত্রের প্রদর্শন এবং প্রাণনাশ এর মতো ঘটনা ছিলো সুনামগঞ্জের দৈনন্দিন চিত্র।

জগন্নাথপুর উপজেলার হাতিয়ায় গ্রাম এর জনসাধারণের সাথে যোগাযোগ করে জানা যায়, সেনাবাহিনী কয়েক মাস আগে একটা অভিযান পরিচালনা করেন যেখানে নদী সন্ত্রাস, চাঁদাবাজ লিডার এবং সিরিয়াল কিলার তাজউদ্দীন আহমেদ সহ ৩ সহকারীদের বিপুল পরিমাণ এর অস্ত্রসহ গ্রেপ্তার করে যা এলাকায় স্বস্তি এনে দিয়েছে।

এলাকাবাসীর দাবী আসন্ন জাতীয় নির্বাচনের আগে সন্ত্রাসী এবং অবৈধ অস্ত্রের বিরুদ্ধে সেনাবাহিনীর এরুপ অভিযান জারি থাকলে জনমনে স্বস্তিবোধ আসবে এবং শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করবে।

১৭ পদাতিক ডিভিশন বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বিশেষ অভিযান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন