• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বেগম খালেদা জিয়ার রুহেত মাগফিরাত কামনায় দেশবাসির নিকট দোয়া চান ধানের শীষের প্রার্থী-আলহাজ্ব আনিসুল হক সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হক’র মনোনয়নপত্র বৈধ ঘোষণা: উচ্ছ্বসিত ভোটাররা শান্তিগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন নতুন বই শিক্ষার্থীদের লেখা পড়ায় প্রেরণা যোগাবে-সঞ্জীব সরকার সুনামগঞ্জে অবৈধ অস্ত্র এবং সন্ত্রাসী দের বিরুদ্ধে সেনাবাহিনীর কঠোর অবস্থান সুনামগঞ্জের শান্তিগঞ্জ থেকে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ গোবিন্দনগর মাদ্রাসা’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও.আব্দুল আজিজ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলীর শোক প্রকাশ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ৩৯ বোতল বিদেশী মদসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনে ৮ প্রার্থীর মনোনয়ন দাখিল
প্রকাশ : May 26, 2025

হাওরের প্রাণ রক্ষায় অভিযান: শান্তিগঞ্জে ধ্বংস ৯০০ অবৈধ কিরণমালা

ছাদিকুর রহমান আতিক 

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:: শান্তিগঞ্জে হাওরের জীববৈচিত্র্য ও মাছের প্রজনন রক্ষায় পরিচালিত বিশেষ অভিযানে মাছ ধরার অবৈধ সরঞ্জাম ‘কিরণমালা’ ধ্বংস করা হয়েছে।

সোমবার (২৬ মে) সকালে উপজেলার দেখার হাওরে সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে মাছ ধরার জন্য ব্যবহৃত ৯০০টি অবৈধ কিরণমালা জব্দ করে সেগুলো শান্তিগঞ্জের সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের পাশে প্রকাশ্যে ধ্বংস করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলা প্রশাসকের নির্দেশনায় মাছের বংশবৃদ্ধি রক্ষা ও হাওরের পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী বলেন, “অবৈধ কিরণমালা ব্যবহার হাওরের জীববৈচিত্র্যের জন্য হুমকি। এ ধরনের জাল ব্যবহারে মাছের প্রজনন ব্যাহত হয়। তাই এগুলো জব্দ করে ধ্বংস করা হয়েছে।”

তিনি আরও বলেন, “যাদের জাল ধ্বংস করা হয়েছে, তাদের ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনায় নিয়ে উপজেলা অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। পাশাপাশি তাদের বিকল্প পেশায় যুক্ত হতে উৎসাহিত করা হবে।”

স্থানীয়দের মতে, প্রশাসনের এমন উদ্যোগ হাওর রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে এবং পরিবেশবান্ধব মাছ শিকারকে উৎসাহিত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন